সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শুরু

ক্যাম্পাস প্রতিবেদক

ঢাবির অধিভুক্ত সাত কলেজ
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) বেলা ১১টায় শুরু হয় পরীক্ষা। চলবে দুপুর ১২টা পর্যন্ত।

universel cardiac hospital

রাজধানীর ১২টি কেন্দ্রে একযোগে পরীক্ষা হচ্ছে। এবার সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে নয় হাজার ৭০৩টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৮ হাজার ৬২৭ জন।

এদিকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে সকাল থেকেই কেন্দ্রের সামনে দেখা গেছে শিক্ষার্থীদের। অনেকের সঙ্গে অভিভাবকরাও এসেছেন। এসময় কেন্দ্রের আশপাশের সড়কে ছিল যানবাহনের চাপ। ফলে অনেককে পায়ে হেঁটে কেন্দ্রে আসতে দেখা যায়।

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের আশপাশে দেখা যায় এমন চিত্র। সায়েন্সল্যাব থেকে আজিমপুর পর্যন্ত যানবাহনের চাপ ছিল বেশি। সড়কে যানজট নিয়ন্ত্রণে ডিএমপির ট্রাফিক বিভাগের সদস্যদের কাজ করতে দেখা যায়। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও দেখা যায় পরীক্ষা কেন্দ্রের বাইরে।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা আফসানা মিমি বলেন, পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিয়েছি। আশা করি ভালো হবে পরীক্ষা।

ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হচ্ছে পরীক্ষা। কেন্দ্রের পরিস্থিতি নজরে রাখতে শিক্ষকদের পাশাপাশি পুলিশ মোতায়েন রয়েছে।

পরীক্ষা কেন্দ্রগুলো হলো

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, ভিকারুন্নেছা নূন স্কুল অ্যান্ড কলেজের ভবন-১ ও ২, সেন্ট্রাল উইমেন্স কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ, গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ।

এর আগে ১২ আগস্ট সাত কলেজের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা হয়। এ ইউনিটের পরীক্ষায় প্রায় শতকরা ৮৫ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুপস্থিত ছিলেন ১৫ শতাংশ পরীক্ষার্থী।

শেয়ার করুন