‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার’ অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল কর্তৃপক্ষ যে ছাত্রকে থানায় দিয়েছিল, তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। তারা বলেছে, ওই ছাত্রের বিরুদ্ধে মামলা করার ‘পর্যাপ্ত উপাদান’ পায়নি। তাই আজ শুক্রবার দুপুরে মেফতাহুল মারুফ নামের ওই ছাত্রকে ছেড়ে দেওয়া হয়েছে৷ গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে মেফতাহুলকে রাজধানীর শাহবাগ থানায় সোপর্দ করেছিল হল কর্তৃপক্ষ৷
মেফতাহুল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের (২০১৯-২০ শিক্ষাবর্ষ ও বিভাগের ১৪তম ব্যাচ) ছাত্র৷ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি মেসেঞ্জার গ্রুপে ২০০৫ সালের ১৭ আগস্ট রাজধানী ঢাকাসহ সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা ও ছাত্রলীগের কর্মসূচির কারণে দুর্ভোগ নিয়ে আলোচনার পর প্রক্টরিয়াল টিমের মাধ্যমে তাকে পুলিশে দেন হল প্রাধ্যক্ষ মোহাম্মদ বিল্লাল হোসেন৷
প্রাধ্যক্ষ দাবি করেছিলেন, মেফতাহুলের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার’ প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে৷
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার আজ বিকেলে জানান, মেফতাহুলকে তার বিভাগের শিক্ষকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে৷ তিনি বলেন, ‘সে বিভ্রান্তিকর মন্তব্য করেছিল, যা হলের শিক্ষার্থীদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে, এটা সঠিক৷ কিন্তু সেখানে ডিজিটাল নিরাপত্তা আইন বা ফৌজদারি আইনে মামলা নেওয়ার মতো পর্যাপ্ত উপাদান আপাতত পাওয়া যায়নি৷ তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিভাগের শিক্ষকদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে৷ তবে তদন্ত অব্যাহত আছে৷ পরবর্তী সময়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷’