পকেটে টান পড়েছে ভুটানেরও

মত ও পথ ডেস্ক

সঞ্চিত বিদেশি মুদ্রার পরিমাণ কমে এসেছে। চীন-ভারতের সীমান্তে ছোট দেশটির অর্থনৈতিক সংকটের মুখে পড়ার আশঙ্কার কথা বলছেন বিশেষজ্ঞরা। দেশটি ক্রমহ্রাসমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাঁচাতে প্রয়োজনীয় যানবাহন, মেশিন এবং কৃষি যন্ত্রপাতি ছাড়া অন্য সব যানবাহন আমদানি নিষিদ্ধ করতে যাচ্ছে। সরকারের এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স গতকাল শুক্রবার এ কথা জানিয়েছে।

আট লাখেরও কম জনসংখ্যার দেশটির অর্থনীতি অনেকটাই দাঁড়িয়ে আছে পর্যটনশিল্পের ওপর ভিত্তি করে। কিন্তু করোনা বিধিনিষেধের কারণে মহামারি শুরুর পর থেকেই প্রায় পর্যটনশূন্য ভুটান। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে গম ও তেলের দাম বেড়েছে। এ কারণে ভুটানের অনেক জনগণ সংকটের মুখে পড়েছেন। ২০২১ সালের এপ্রিলে ভুটানের হাতে ছিল ১৪৬ কোটি মার্কিন ডলার। আট মাসের মধ্যে গত ডিসেম্বরে ভুটানের হাতে রিজার্ভ পরিমাণ কমে দাঁড়ায় ৯৭ কোটি মার্কিন ডলার।

universel cardiac hospital

ভুটানের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ বছরের জুন পর্যন্ত ভুটান আট হাজারেরও বেশি বিদেশি গাড়ি আমদানি করেছে। এটিও বিদেশি মুদ্রা কমে আসার প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম বলে মনে করা হচ্ছে। দুর্বল অর্থনীতিকে চাঙা না করতে পারলে ভুটানের অবস্থাও শ্রীলঙ্কার মতোই হতে পারে বলে আশঙ্কা আছে।

শেয়ার করুন