এশিয়া কাপ খেলতে ঢাকা ছাড়লো সাকিবরা

ক্রীড়া ডেস্ক

সংগৃহীত ছবি

এশিয়া কাপ খেলতে সাকিব আল হাসানের নেতৃত্বে দেশ ছাড়লো বাংলাদেশ ক্রিকেট দল। আজ মঙ্গলবার বিকেল ৫.২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হন টাইগাররা।

তবে ভিসাজনিত সমস্যা থাকায় বাংলাদেশ দলের সঙ্গে যেতে পারেননি পেসার তাসকিন আহমেদ ও ওপেনার এনামুল হক বিজয়। তারা ২৪ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

universel cardiac hospital

আরেক ওপেনার নাঈম শেখ ওয়েস্ট ইন্ডিজ থেকে ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে গেছেন।

এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট আফগানিস্তানের সঙ্গে। এর আগে প্রায় ৬ দিন সময় পাবেন নিজেদের ঝালিয়ে নিতে।

গ্রুপ পর্বের বাংলাদেশের দ্বিতীয় ও শেষ ম্যাচ শ্রীলংকার বিপক্ষে। বাংলাদেশ এই দলের পুরো দায়িত্ব থাকবে সদ্য নিয়োগ পাওয়া টেকনিক্যাল কনস্যালেন্ট শ্রীধরণ শ্রীরাম।

বিসিবি আগেই জানিয়েছে , প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো শুধু মাত্র জাতীয় দলের ওয়ানডে ও টেস্ট সংস্করণে দায়িত্বে থাকবে।

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদ উল্লাহ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন ও নাইম শেখ।

শেয়ার করুন