মিয়ানমারে সামরিক সরকার ক্ষমতা দখলের পর বাংলাদেশে ইয়াবা পাচার বেড়েছে। ২০২১ সালে জান্তা ক্ষমতা নেওয়ার পর থেকে অং সান সু চি সরকারের তুলনায় আড়াই গুন বেশি ইয়াবা দেশে ঢুকছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
বৈঠকের কার্যবিবরণী থেকে জানা গেছে, আগের বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আজকের বৈঠকে কার্যবিবরণীটি অনুমোদন দেওয়া হয়। গত ২১ জুলাই অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, মিয়ানমারের সরকারে সঙ্গে আলোচনা করলেও সেখানকার সামরিক সরকার ইয়াবা কারবারিদের পৃষ্ঠপোষকতা করছে। তারা ক্ষমতায় আসার পরে আগের চেয়ে আড়াই গুণ বেশি ইয়াবা বাংলাদেশে ঢুকছে।
মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের হাত ধরেই বাংলাদেশে ইয়াবা শুরু হয় বলে বৈঠকে দাবি করেন কমিটির সভাপতি শামসুল হক টুকু। তিনি বলেন, ‘এরপর এটা সারাদেশে তা ক্রমশ ছড়িয়ে পড়ে।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেও মাদক বাণিজ্য ও সেবন রোধ করা সম্ভব হচ্ছে না।’
কমিটির সভাপতি শামসুল হক টুকুর সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন—কমিটির সদস্য হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও রুমানা আলী।