চিনির দাম নিয়ে সংসদীয় কমিটিতে অসন্তোষ

নিজস্ব প্রতিবেদক

চিনিকল

চিনিসহ নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে অসন্তোষ প্রকাশ করেছেন সংসদ সদস্যরা। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে একাধিক সদস্য এ বিষয়ে কথা বলেন। সেখানে তারা ক্ষোভ প্রকাশ করেন বলে সূত্র জানিয়েছে।

সরকারি সংস্থা টিসিবির হিসাবে, গত এক মাসে চিনির দাম বেড়েছে কেজিতে আট টাকা। গতকাল শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকের একটি আলোচ্য সূচি ছিল চিনিশিল্পের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা।

universel cardiac hospital

জানা যায়, একাধিক সদস্য সম্প্রতি চিনিসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া নিয়ে কথা বলেন। তারা বলেন, সংসদ সদস্য হিসেবে যখন তারা নির্বাচনী এলাকায় যান, তখন সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।

একজন সদস্য বলেন, তিনি অভিযোগ পেয়েছেন প্যাকেটজাত চিনিতে প্যাকেটের গায়ে লেখা থাকে এক কেজি। কিন্তু আসলে প্যাকেটে এক কেজি চিনি থাকে না। বিষয়টি তদারকি করা দরকার।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্যাকেটজাত পণ্যের ওজন ও গুণগত মান পর্যবেক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেয় সংসদীয় কমিটি।

শেয়ার করুন