বেতন বাড়ানোর দাবিতে দোকান কর্মচারীদের মানববন্ধন

বরিশাল প্রতিনিধি

বরিশালে দোকান কর্মচারী গৌরাঙ্গ দাসকে মারধরের বিচার, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, বেতন বৃদ্ধিসহ সাতদফা দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়ন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের চকবাজার এলাকার ফলপট্টি মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরে তারা জেলা প্রশাসকের সরকারি বাসভবন চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে।

সমাবেশে বক্তারা বলেন, চকবাজারের আহমেদ ব্রাদার্সের দোকান কর্মচারী গৌরাঙ্গ দাসকে মালিকপক্ষ মারধর করেছে। এমনকি তার যাবতীয় পাওনা বুঝিয়ে দেওয়া হচ্ছে না। এ ঘটনার যথাযথ বিচার দাবি করে তারা গৌরাঙ্গ দাসের সমুদয় পাওনা বুঝিয়ে দেওয়ার দাবি জানান।

universel cardiac hospital

বক্তারা বলেন, আমরা র্দীর্ঘদিন ধরে দোকান কর্মচারীদের নিয়োগপত্র, সার্ভিস বই, সপ্তাহে দেড় দিন ছুটির দাবি করে আসছি। কিন্তু আমাদের দাবি বছরের পর বছর অগ্রাহ্য করে যাচ্ছে মালিকপক্ষ।

শেয়ার করুন