মেরিন সিটির ‘বালু ভরাট’ বন্ধ রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

হাইকোর্ট
ফাইল ছবি

নারায়ণগঞ্জের পূর্বাচলে মেরিন সিটির আড়াই হাজার বিঘা কৃষিজমি ও জলাশয়ে মাটি ভরাটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

universel cardiac hospital

নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে মাটি ভরাটের অভিযোগের বিষয়ে তদন্ত করে ২ মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে শীতলক্ষ্যা নদী থেকে ড্রেজিং করা বালু দিয়ে জমি ভরাটে তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা ব্যাখ্যা করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মেরিন সিটির বিরুদ্ধে অবৈধভাবে আড়াই হাজার বিঘা জমিতে বালু ভরাটের অভিযোগ ওঠে। পরে এর বিরুদ্ধে ১২ জন স্থানীয় বাসিন্দা হাইকোর্টে রিট দায়ের করেন।

রিটে বালু ভরাটের ওপর নিষেধাজ্ঞা এবং ঘটনা তদন্ত করতেও নির্দেশনা চাওয়া হয়। এ বিষয়ে আজ আদেশ দিলেন হাইকোর্ট।

শেয়ার করুন