ভারতের রাজধানী দিল্লিতে গত বছর প্রতিদিন দুজন করে নাবালিকা ধর্ষণের শিকার হয়েছে। দেশটির মহানগরগুলোর মধ্যে দিল্লিই নারীদের জন্য সবচেয়ে অনিরাপদ। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) তথ্যে এমন চিত্র উঠে এসেছে। খবর এনডিটিভির। দিল্লিতে ২০২১ সালে নারীদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় ১৩ হাজার ৮৯২টি মামলা হয়েছে। আগের বছর এ সংখ্যা ছিল ৯ হাজার ৭৮২। এক বছরের ব্যবধানে মামলার সংখ্যা ৪০ শতাংশের বেশি বেড়েছে।
এনসিআরবির তথ্য অনুযায়ী, নারীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধে ১৯টি মহানগরীতে হওয়া মোট মামলার ৩২ দশমিক ২০ শতাংশই দিল্লিতে নথিবদ্ধ হয়েছে। এসব মহানগরে গত বছর এ ধরনের মোট মামলা হয়েছে ৪৩ হাজার ৪১৪। নারীদের বিরুদ্ধে অপরাধ সংঘটনে দিল্লির পরই রয়েছে আর্থিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাই। এ ধরনের ৫ হাজার ৫৪৩টি মামলা হয়েছে এ শহরে। তৃতীয় স্থানে থাকা বেঙ্গালুরুতে হয়েছে ৩ হাজার ১২৭টি মামলা।
মোট ১৯টি মহানগরীতে হওয়া এ ধরনের মামলার ১২ দশমিক ৭৬ শতাংশ নথিবদ্ধ হয়েছে মুম্বাইতে। আর বেঙ্গালুরুতে হয়েছে ৭ দশমিক ২ শতাংশ মামলা। ২০ লাখের বেশি মানুষের বসবাস আছে, এমন মহানগরগুলোর সঙ্গে তুলনায় নারী অপহরণ (৩,৯৪৮), স্বামী কর্তৃক নির্যাতন (৪,৬৭৪) এবং নাবালিকা ধর্ষণের (৮৩৩) ক্ষেত্রেও সবচেয়ে বেশি মামলা হয়েছে রাজধানী দিল্লিতে। এ মহানগরে ২০২১ সালে দিনে দুজন করে নাবালিকা ধর্ষণের শিকার হয়েছে।