জি এম কাদেরকে বিরোধী দলের নেতা করছে জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক

জিএম কাদের - রওশন এরশাদ
জিএম কাদের - রওশন এরশাদ

রওশন এরশাদকে সরিয়ে দলের চেয়ারম্যান জি এম কাদেরকে জাতীয় সংসদের বিরোধী দলের নেতা মনোনীত করছে জাতীয় পার্টি (জাপা)।

বৃহস্পতিবার বর্তমান বিরোধী দলের নেতা রওশন এরশাদের অনুপস্থিতিতে জাপার সংসদীয় দল এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে স্পিকারকে জানানো হয়েছে বলে সাংবাদিকদের জানান জাপার মহাসচিব সংসদ সদস্য মুজিবুল হক।

দীর্ঘদিন থেকে অসুস্থ রওশন এরশাদ চিকিৎসার জন্য বিদেশে আছেন। বুধবার জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন দলের জাতীয় সম্মেলন আহ্বান করেন ও নিজেকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করে আট সদস্যের একটি কমিটিরও ঘোষণা দেন।

এ ঘটনার পরদিনই রওশন এরশাদকে সরিয়ে দিয়ে বিরোধী দলের নেতা হিসেবে জি এম কাদেরকে মনোনীত করল জাতীয় পার্টি।

মুজিবুল হক সাংবাদিকদের বলেন, বিরোধী দলের নেতা অনেক দিন ধরে অসুস্থ। তিনি স্বাস্থ্যগত কারণে সংসদেও ঠিকমতো আসতে পারছেন না। এ জন্য সংসদীয় দল এই সিদ্ধান্ত নিয়েছে। পার্টির সংসদীয় দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সিদ্ধান্তের কথা তাঁরা স্পিকারকে জানিয়েছেন।

বুধবার সংসদ অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির সময় মুজিবুল হকের নেতৃত্বে একটি দল স্পিকারের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দলের সিদ্ধান্তের কথা স্পিকারকে জানান। এখন বিষয়টি অনুমোদন দেওয়ার এখতিয়ার স্পিকারের। সাধারণত দলের সংখ্যাগরিষ্ঠ সদস্য কোনো সিদ্ধান্ত নিলে স্পিকার সাধারণত সেটি অনুমোদন করেন।

শেয়ার করুন