মিয়ানমারের কোনো নাগরিককে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট প্রতিনিধি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি : সংগৃহীত

মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘাতময় পরিস্থিতিতে দেশটির কোনো নাগরিককে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ শনিবার সন্ধ্যায় সিলেটের লাক্কতুরা চা-বাগানে চা-শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে বিভিন্ন আর্মস গ্রুপ সংঘাতে জড়িয়েছে। ভয়ে সে দেশের নাগরিকেরা নির্যাতিত হয়ে বাংলাদেশের দিকে চলে আসে। তবে আমরা তথ্য পেয়েছি, এবার তারা বাংলাদেশের দিকে আসছে না।

আব্দুল মোমেন বলেন, কোনো মিয়ানমারের নাগরিক যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে আমরা বর্ডারে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। বিজিবিকে সতর্ক অবস্থায় রেখেছি। বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

শেয়ার করুন