ইউক্রেনের খেরসনে রাশিয়া নিয়ন্ত্রিত প্রশাসন সোমবার জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যোগ দিতে খেরসনে যে গণভোট আয়োজন করার কথা ছিল সেটি নিরাপত্তাজনিত কারণে স্থগিত করেছে তারা।
রাশিয়ার প্রতিষ্ঠিত প্রশাসনের ডেপুটি প্রধান কিরিল স্ট্রেমোসোভ বলেছেন, নিরাপত্তাজনিত কারণে এটি স্থগিত করা হয়েছে।
ইউক্রেনের সেনারা বর্তমানে খেরসনে তাদের বহুলকাঙ্খিত পাল্টা আক্রমণ চালাচ্ছে। এমন সময়ই সেখানে গণভোট আয়োজন স্থগিত করার কথা জানানো হলো। খেরসন ছাড়াও জাপোরিঝিয়াতেও গণভোট হওয়ার কথা ছিল।
কিরিল স্ট্রেমোসোভ আরও বলেছেন, খেরসনে অবস্থিত আন্তোনভস্কি ব্রিজে গোলাবর্ষণ করেছে ইউক্রেনীয় সেনারা। এখন ব্রিজটি দিয়ে একটি গাড়িও পারাপার হতে পারছে না।
এই আন্তোনভস্কি ব্রিজ ব্যবহার করে খেরসনে রসদ পরিবহণ করত রুশ সেনারা।
বর্তমানে যুক্তরাষ্ট্রের পাঠানো হিমার্স রকেট লঞ্চার দিয়ে অভিযান চালাচ্ছে ইউক্রেন। তাদের লক্ষ্য খেরসন থেকে রুশ সেনাদের হটিয়ে দিয়ে গুরুত্বপূর্ণ শহরটি পুনর্দখল করা।
২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপে হামলা চালিয়ে সেখানে গণভোট আয়োজন করেছিল রাশিয়া। এরপর ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করে ডিক্রি জারি করেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বর্তমানে খেরসন ও জাপোরিঝিয়াতেও ঠিক একই পরিকল্পনা করছে তারা।
সূত্র: বিবিসি