বুরকিনা ফাসোতে বোমা হামলায় নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে একটি গাড়িবহরে বোমা হামলা হয়েছে। জিবো-বৌরজাঙ্গা সড়কে ওই হামলায় অন্তত ৩৫ বেসামরিক মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে কিছু সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী সক্রিয়। নিরাপত্তা বাহিনীর অবস্থান লক্ষ্য করে প্রায়ই হামলা করে থাকে এসব গোষ্ঠী। যে গাড়িবহরে বোমা হামলা হয়েছে, সেনাবাহিনীর প্রহরায় সেসব গাড়িতে করে বিভিন্ন শহরে সামরিক সরঞ্জাম সরবরাহ করা হচ্ছিল। বিদ্রোহীরা এসব শহরে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়েছে।

universel cardiac hospital

গত জানুয়ারিতে বুরকিনা ফাসোর সামরিক বাহিনী রাষ্ট্রক্ষমতা দখল করে। এরপর থেকে সশস্ত্র গোষ্ঠীর হামলা ও বেসামরিক মানুষের হতাহতের ঘটনা বেড়েছে।

বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি বুরকিনা ফাসো। ২০১৫ সালে সীমান্তবর্তী দেশ মালি থেকে বুরকিনা ফাসোতে সশস্ত্র এসব গোষ্ঠীর তৎপরতা বাড়তে শুরু করে। বিবিসি জানায়, এর পর থেকেই সশস্ত্র হামলায় দুই হাজারের বেশি বেসমারিক মানুষ নিহত হয়েছে। বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন আরও ১৯ লাখ।

শেয়ার করুন