বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদ বা আহত হওয়া ভারতের সশস্ত্র বাহিনীর সদস্যের উত্তরসূরী ২০০ শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্টুডেন্ট স্কলারশিপ’ দিয়েছে সরকার।
আজ বুধবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে ওই শিক্ষার্থীদের হাতে এ স্কলারশিপ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় সেখানে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর, বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রমুখ।
স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ১০০ জন দশম শ্রেণির ও ১০০ জন দ্বাদশ শ্রেণির।
অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় জনগণ, সশস্ত্র বাহিনী ও সরকারের অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।