জ্বালানি সাশ্রয়ে নীতিমালা তৈরির নির্দেশ দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংক
ফাইল ছবি

জ্বালানি সাশ্রয়ে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) আদলে নীতিমালা তৈরি ও তা পরিপালনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

৭ সেপ্টেম্বর (বুধবার ) এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

universel cardiac hospital

এতে বলা হয়েছে, স্রেডার গাইডলাইন ও নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের নিজস্ব নীতিমালা প্রণয়ন এবং তা যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে হবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় কমাতে সান্ধ্য ব্যাংকিং কার্যক্রম বন্ধ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক।

শেয়ার করুন