পুঁজিবাজারে ৩০ মিনিটে সূচক বাড়ল ৬০ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বাজার
ফাইল ছবি

সূচক বৃদ্ধির মধ্য দিয়ে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (৭ সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় লেনদেনের প্রথম আধা ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৬০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ১২০ পয়েন্ট। সূচকের পাশাপাশি লেনদেনও বাড়ছে।

ডিএসইর তথ্য মতে, আজ যথারীতি সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরু হয়। প্রথম ৩০ মিনিটে ডিএসইতে ৩৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ২০৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৫৬টির ও অপরিবর্তিত রয়েছে ৮০টির দাম।

universel cardiac hospital

এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ১৮ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট বেড়েছে। এই সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৩ কোটি ৮১ লাখ ৩২ হাজার টাকার শেয়ার।

একই অবস্থায় লেনদেন হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। প্রথম ৩০ মিনিটে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২০ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ১০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২ কোটি ৯৩ লাখ ৮৪১ টাকা।

সিএসইতে ৩০ মিনিটে ৫৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭টির, অপরিবর্তিত রয়েছে ১৭টির দাম।

শেয়ার করুন