ভুল সিদ্ধান্ত দিলে কেউ ফিরে যেতে পারবেন না: রাজিউদ্দিন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বলেছেন, ‘কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আমার আস্থা আছে। তারপরও হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা আসবেন, বসবেন, আপনাদের খাতিরযত্ন করা হবে। যদি ভুল সিদ্ধান্ত দেন, কেউ ফিরে যাইতে পারবেন না।’

১৭ সেপ্টেম্বর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে তিনি এ বক্তব্য দিয়েছেন। আজ বুধবার দুপুরে রায়পুরার রাজু মিলনায়তনের মাঠে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তার বক্তব্যের অংশটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছয়বারের সংসদ সদস্য রাজিউদ্দিন আহমদ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী।

universel cardiac hospital

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্দেশে রাজিউদ্দিন আহমদ বলেন, ‘আফজাল হোসেন ও ইমাম হোসেন, এই দুজন তালেবের (জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি) ও কামরুলের (শহর আওয়ামী লীগের সভাপতি) এজেন্ট। গত ইউপি নির্বাচনে নমিনেশনের সময় আমরা যাদের নাম দিয়েছি, তারা টাকার বিনিময়ে তাদের নাম কেটে তালেবের কাছে পাঠিয়েছে। আল্লাহর ইচ্ছায় তাদের একজনও পাস করে নাই। রায়পুরা থেকে কে পাস করবে, কে করবে না, তা আমি ঠিক করব। জনগণ আমার সাথে আছে। আমি মানেই জনগণ।’

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, এমন অনেক নেতা আছেন, যাদের নিজের ওয়ার্ডে বা ইউনিয়নে মেম্বার হওয়ার যোগ্যতা নাই। এমন একজন জেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার চেষ্টা করছেন। তার আপন ছোট ভাইকে কাউন্সিলর দাঁড় করাতে পারেননি, তিনি চাচ্ছেন জেলা পরিষদের চেয়ারম্যান পদ। এ জন্য নেতৃত্ব লাগে, সৎ নেতৃত্ব। আমি মনে করি, বাংলাদেশ কারও কারও পকেটে চলে গেছে, দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে।’

জেলা আওয়ামী লীগের সম্মেলনের ষড়যন্ত্রের ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানিয়ে রাজিউদ্দিন আহমদ বলেন, ‘আপনারা কি সন্ত্রাসী চান? আপনার-আমার টাকা লুট করে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে, এমন কাউকে চান? নাকি সৎ মানুষের নেতৃত্ব চান? তাহলে আমরা তালেব-কামরুলকে চাই না। তাহলে আসেন, ১৭ তারিখে আমরা নরসিংদী স্টেডিয়ামকে আরেকটি যুদ্ধক্ষেত্রে পরিণত করব। একাত্তরে রায়পুরায় যেমন অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে নেমেছিল হাজার হাজার জনতা, তেমন যদি প্রয়োজন হয়, রায়পুরা থেকে আমরা হাজার হাজার লোক নরসিংদীর উদ্দেশে রওনা হব। আমরা রায়পুরার লোক, কাউকে ভয় পাই না। দরকার হলে সম্মেলনের এক সপ্তাহ আগে স্টেডিয়াম দখল করে রাখব।’

স্থানীয় সাংবাদিকদের উদ্দেশে সংসদ সদস্য রাজিউদ্দিন আহমদ বলেন, ‘উল্টাপাল্টা বক্তব্য দিয়ো না। আমরা ওই দিন বিএনপিকে দাঁড়াতে দিই নাই মাঠে। আমাদের কাভার না কইরা বিএনপির পেছনে ছুটছ। আমি এখনো কিছু কই নাই, কিন্তু এটা ঠিক না।’

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সদর আসনের সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, নরসিংদী শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল হক, সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নির্ধারণ করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি কে হবেন ও সাধারণ সম্পাদক কে হবেন। এর মাধ্যমেই নরসিংদীতে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হবে। শেখ হাসিনা কখনো ভুল করেন না, এই বিশ্বাস তাদের আছে। ১৭ তারিখের সম্মেলনে কেন্দ্রীয় নেতারা আসবেন, তারাও দেখবেন নরসিংদীতে কাদের গ্রহণযোগ্যতা বেশি।

শেয়ার করুন