মুজিব স্কলারশিপ পেলেন ‘মুক্তিযুদ্ধে শহীদ’ ভারতীয় সেনাদের ২০০ স্বজন

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীসহ অতিথিদের সঙ্গে স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীরা
প্রধানমন্ত্রীসহ অতিথিদের সঙ্গে স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীরা

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদ বা আহত হওয়া ভারতের সশস্ত্র বাহিনীর সদস্যের উত্তরসূরী ২০০ শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্টুডেন্ট স্কলারশিপ’ দিয়েছে সরকার।

আজ বুধবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে ওই শিক্ষার্থীদের হাতে এ স্কলারশিপ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

universel cardiac hospital

এসময় সেখানে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর, বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রমুখ।

স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ১০০ জন দশম শ্রেণির ও ১০০ জন দ্বাদশ শ্রেণির।

অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় জনগণ, সশস্ত্র বাহিনী ও সরকারের অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন