রানি হলেন সেই ভিত্তি যার ওপর আধুনিক ব্রিটেনের কাঠামো নির্মিত : লিজ ট্রাস

মত ও পথ ডেস্ক

ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস। ছবি : ইন্টারনেট

প্রধানমন্ত্রী লিজ ট্রাস মঙ্গলবার রানি দ্বিতীয় এলিজাবেথের আমন্ত্রণে ব্রিটেনের নতুন সরকার প্রধানের দায়িত্বে নিযুক্ত হয়েছেন। এর দু’দিনের মাথায় মারা গেলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। রানির মৃত্যুর পর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে বক্তব্য দেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। তিনি বলেন, প্রয়াত রানি হলেন সেই ভিত্তি যার ওপর আধুনিক ব্রিটেনের কাঠামো নির্মিত হয়েছে এবং আমাদের যে স্থিতিশীলতা ও শক্তির প্রয়োজন ছিল তিনি সরবরাহ করেছিলেন।

ব্রিটেনের নতুন রাজা সম্পর্কে তিনি বলেন, তার মা যেমন দীর্ঘদিন ধরে অগণিত মানুষের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করেছেন, আমরাও তার (রাজার) প্রতি আমাদের আনুগত্য এবং ভক্তি নিবেদন করছি।

universel cardiac hospital

তিনি বলেন, দ্বিতীয় এলিজাবেথ যুগের অবসানের সঙ্গে সঙ্গে ‘ঈশ্বর রাজাকে রক্ষা করুন’ কথাটি বলে আমরা আমাদের মহান দেশের মহিমান্বিত ইতিহাসে আরও একটি নতুন যুগের সূচনা করছি, ঠিক যেমনটি প্রয়াত রানি কামনা করেছিলেন।

শেয়ার করুন