ড. আকবর আলি খান : স্পষ্টভাষী ও নির্ভীক বুদ্ধিজীবী

বিশেষ কলাম

দক্ষ প্রশাসক, শিক্ষক, লেখক এবং সক্রিয় সমাজ সচেতন ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা ড. আকবর আলি খান ছিলেন একজন মাল্টিডিসিপ্লিনারি প্রতিভা। স্পষ্টভাষী ও নির্ভীক এই বুদ্ধিজীবী মানুষের নাগরিক অধিকারের পক্ষে সবসময় ছিলেন উচ্চকণ্ঠ। সত্য কথা অপ্রিয় হলেও সেটি অকপটে বলার সৎসাহস তাঁর ছিলো। তিনি গত ৮ সেপ্টেম্বর পাড়ি দিয়েছেন অন্তিম যাত্রায়। তাঁর এই মহাপ্রয়াণে সকলের মতো ‘মত ও পথ’ পরিবারও মর্মাহত।

ড. আকবর আলী খানের গবেষণালব্ধ বইগুলোর ব্যাপ্তি ছিল জাতীয় বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ, দারিদ্র্যের অর্থনীতি, পরার্থপরতার অর্থনীতি, রবীন্দ্রনাথ ও জীবনানন্দ ছাড়াও আত্মজৈবনিক রচনার মতো বর্ণাঢ্য সব বিষয়। তিনি অর্থনীতির কঠিন সব বিষয় হাস্যরসাত্মক গল্প উপাখ্যান ব্যবহার করে বৈঠকি আড্ডার আদলে পাঠকের কাছে তুলে ধরতেন। একই সঙ্গে সাহিত্যও তাঁর চিন্তা-চর্চার কেন্দ্রীয় জায়গাতে থেকেছে সবসময়। এক্ষেত্রেও সাহিত্যের যে মূলভাবগুলো আমাদের জীবনচলার জন্য নির্দেশক হিসেবে বিবেচিত হতে পারে সেগুলো নিজের লেখালেখির মাধ্যমে বারবার সামনে আনার চেষ্টা করেছেন। তাঁর মৃত্যুতে বুদ্ধিবৃত্তিক অঙ্গনে যে বিরাট শূন্যতা তৈরি হয়েছে তা সহজেই পূরণ হওয়ার নয়। আমাদের বিশ্বাস, তিনি এ জাতির হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন তাঁর অমর সৃষ্টিশীল রচনার জন্য।

শেয়ার করুন