সিলেটের হরিপুর গ্যাসক্ষেত্রে নতুন অনুসন্ধান কূপ খনন করবে চীনা কোম্পানি সিনোপ্যাক পেট্রোলিয়াম কর্পোরেশন।
বিদ্যুৎ-জ্বালানির বিশেষ বিধানে কাজটি পেয়েছে সিনোপ্যাক। সিলেট-১০ নামে এ কূপটি ৩ হাজার ৩০০ মিটার গভীর পর্যন্ত খনন করা হবে। এতে ব্যয় হবে ১৪৯ কোটি টাকা। গ্যাস উন্নয়ন তহবিল ও সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) নিজস্ব তহবিল থেকে এ অর্থ ব্যয় করা হবে।
রবিবার (১১ সেপ্টেম্বর) প্রকল্প বাস্তবায়নে সিনোপ্যাক ও এসজিএফএলের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলার কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
এ সময় তিনি বলেন, বাস্তবসম্মত প্রকল্প নিয়ে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের কাজ বাড়ানো আবশ্যক। গৃহীত প্রকল্পগুলো নির্ধারিত সময়ের আগেই বাস্তবায়ন করতে হবে।