টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন ফেদেরার

ক্রীড়া ডেস্ক

টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রজার ফেদেরার। এ মাসে লেভার কাপই হতে যাচ্ছে তাঁর শেষ টুর্নামেন্ট।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বিদায়ের ঘোষণা দেন ২০ বারের গ্র্যান্ড স্লামজয়ী কিংবদন্তি।

universel cardiac hospital

ফেদেরার জানান, লন্ডনে অনুষ্ঠিতব্য লেভার কাপ হবে তাঁর ক্যারিয়ারের শেষ প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট।

তাঁর টেনিস যাত্রায় সঙ্গী হওয়া সকলকে ধন্যবাদ জানিয়ে বিবৃতিতে তিনি বলেন, আমার বয়স এখন ৪১ বছর। পেশাদারী ক্যারিয়ারের ২৪ বছরে প্রায় ১৫০০’র বেশি ম্যাচ খেলেছি। টেনিস আমার সঙ্গে এমনভাবে জড়িয়েছে, যা আমি স্বপ্নেও ভাবিনি। কিন্তু আমার মনে হচ্ছে এখনই এই প্রতিযোগিতা থেকে বিদায় নেওয়ার সময়।

ফেদেরার তার স্ত্রী মিরকাকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রত্যেক ফাইনাল ম্যাচের আগে সে (ফেদেরারের স্ত্রী) আমাকে উৎসাহ দিতো। অসংখ্য ম্যাচে সে আমার খেলা দেখে উৎসাহ যুগিয়েছে। এমনকি আট মাসের গর্ভবতী থাকা অবস্থায়ও আমার সাথে থেকেছে। প্রায় ২০ বছর ধরে আমার সঙ্গে প্রত্যেকটি সফরে অংশগ্রহণ করেছে।

ক্যারিয়ারে ২০ বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা ইতিহাসের তৃতীয় টেনিস খেলোয়াড়। ২১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড নিয়ে দুইয়ে নোভাক জোকোভিচ। ২২টি গ্র্যান্ড স্ল্যাম নিয়ে সবার শীর্ষে স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল।

শেয়ার করুন