বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

বরগুনা প্রতিনিধি

বরগুনা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে একই গ্রামের ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন একজন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ কদমতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

universel cardiac hospital

মৃতরা হলেন- হেলাল (৩৫), বেলায়েত হোসেন (২৬) ও রবিউল (১৬)। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরিফ হোসেন।

স্বজনরা জানান, নতুন ঘর তোলার জন্য পুরানো ঘর ভেঙে ফেলার কাজ চলছিল। হঠাৎ ঘরের চালের একটি টিন গিয়ে বৈদ্যুতিক তারের ওপর পড়ে। এসময় টিনটি ধরে থাকা অবস্থায় রবিউল, হেলাল ও বেলায়েত হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের বাঁচাতে গেলে আরিফ হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক স্থানীয়রা ও পরিবারের লোকজন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যান।

বরগুনা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ফরহাদ হোসেন বলেন, আমাদের এখানে বিদ্যুৎস্পৃষ্ট চার জনকে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হই, তিনজন আগেই মারা মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন