চীনে যাত্রীবাহী বাস উল্টে ২৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

দুর্ঘটনা হয়েছে গুইঝুর কিয়াননান প্রিফেকচারে। কিয়াননান একটি প্রত্যন্ত পাহাড়ি দরিদ্র এলাকা। ছবি: এএফপি

চীনের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। রোববার (১৮ সেপ্টম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। দেশটির কর্তৃপক্ষ বলছে, চলতি বছর চীনে এটি সবচেয়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে পুলিশ বলেছে, গুইঝু প্রদেশের একটি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটিতে ৪৭ জন আরোহী ছিলেন। হঠাৎ বাসটি এক পাশে উল্টে পড়লে ২৭ আরোহী নিহত হন।

পুলিশ আরও জানিয়েছে, বাসের ২০ আরোহী আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পরপরই জরুরিসেবা বিভাগের কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়। তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আর বিস্তারিত তথ্য জানানো হয়নি।

দুর্ঘটনাটি হয়েছে গুইঝুর কিয়াননান এলাকায়। কিয়াননান একটি প্রত্যন্ত পাহাড়ি ও দরিদ্র এলাকা। বেশ কয়েকটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আবাস সেখানে।

গত জুনে এই গুইঝু প্রদেশেই দ্রুতগতির একটি ট্রেন লাইনচ্যুত হলে এক চালক নিহত হন।

শেয়ার করুন