পদ্মা সেতুর নাটখোলা বায়েজিদের জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

বায়েজিদ তালহা
পদ্মা সেতুর নাট-বল্টু খোলার দায়ে আটক বায়েজিদ তালহা। সংগৃহীত ছবি

পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খোলার ঘটনায় করা মামলায় বায়েজিদ তালহা (৩১) নামের যুবককে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

ওই মামলায় ১৪ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দিয়ে তালহাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা আজ চেম্বার আদালতে ওঠে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। তালহার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অনীক আর হক ও রেদওয়ান আহমেদ রানজিব।

universel cardiac hospital

পরে এস এম মুনীর বলেন, তালহাকে হাইকোর্টের দেওয়া জামিন ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের করা আবেদনটি ওই দিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। জামিন স্থগিত হওয়ায় আসামি কারামুক্তি পাচ্ছেন না।

শেয়ার করুন