ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান থাকছেন না বলে ধারণা করছে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। আর ওই সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স বলেছে, সৌদি আরব কর্তৃপক্ষই এমন সিদ্ধান্ত নিয়েছে।
আগামীকাল সোমবার রানির শেষকৃত্য হওয়ার কথা। শেষকৃত্যে যোগ দিতে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু এ আমন্ত্রণ নিয়ে আপত্তি তুলে মানবাধিকার গোষ্ঠীগুলো সমালোচনা করেছে। এ অবস্থায় জানা যাচ্ছে, রানির শেষকৃত্যে হয়তো থাকছেন না যুবরাজ।
পশ্চিমা গোয়েন্দা সংস্থার অভিযোগ, ২০১৮ সালে সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার পেছনে সৌদি যুবরাজের হাত আছে। যুবরাজ অবশ্য এ অভিযোগ অস্বীকার করেন।
তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগি হত্যার পর থেকে সৌদি যুবরাজ যুক্তরাজ্য সফর করেননি।
এ সপ্তাহে লন্ডনে সৌদি আরবের দূতাবাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছিল যুবরাজ মোহাম্মদ বিন সালমান রানির শেষকৃত্যে অংশ নেবেন। কিন্তু যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সূত্র বলেছে, যুবরাজের পরিবর্তে রানির শেষকৃত্যে অংশ নেবেন সৌদি রাজপরিবারের আরেক জ্যেষ্ঠ সদস্য রাজপুত্র তুর্কি আল–ফয়সাল।