বাংলাদেশের বিপক্ষে হেরে নেপাল কোচের পদত্যাগ

ক্রীড়া ডেস্ক

পুরো আসরে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপাা জিতেছে বাংলাদেশ। অন্যদিকে ফাইনাল বাদে আসরে দুর্দান্ত ছিল নেপালও। কিন্তু সাবিনাদের কাছে হারের পর আর নিজেকে সামলাতে পারেননি স্বাগতিক দলের কোচ কুমার থাপা। বাংলাদেশের কাছে পরাজয়ের ব্যর্থতায় নেপাল নারী দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

হারের পর নিজের পদত্যাগের ঘোষণা দিয়ে কুমার থাপা বলেন, আমি নেপাল জাতীয় নারী দলের কোচ থেকে পদত্যাগ করছি। যদি কেউ সাফল্য না পায়, তবে আর আগানো উচিত নয়। অন্যদের এখন সুযোগ দেয়া উচিত। দলে পদ আঁকড়ে পড়ে থাকা ভালো নয়।

universel cardiac hospital

তিনি যোগ করেন, প্রতিজ্ঞা রাখতে না পারায় আমি নেপালে সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা নিজেদের সেরাটা দিয়েই চেষ্টা করেছি।

উল্লেখ্য, সোমবার সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের কাছে ৩-১ গোলে হেরেছে নেপাল। প্রথমার্ধে বাংলাদেশের ২-০ গোলের লিডের পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল নেপালের মেয়ে ফুটবলাররা। তবে তারা এক গোল শোধ দিলেও কৃষ্ণা রানী সরকারের দ্বিতীয় লক্ষ্যভেদে নিজেদের ইতিহাসে প্রথমবার সাফ জয়ের স্বাদ পায় বাংলার বাঘিনীরা।

শেয়ার করুন