শহীদ জননী জাহানারা ইমামের পরিবার ফেরত পেল শেয়ারে বিনিয়োগের অর্থ

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে বিনিয়োগ করা অর্থ ও লভ্যাংশ বাবদ পাওনা টাকা ২৮ বছর পর ফেরত পেলেন শহীদজননী জাহানারা ইমামের পরিবার। শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানিতে পড়ে থাকা বিনিয়োগকারীদের অদাবিকৃত লভ্যাংশের অর্থে গঠিত পুঁজিবাজার স্থিতিশীলকরণ তহবিল (সিএমএসএফ) থেকে এ অর্থ ফেরত দেওয়া হয়।

মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সিএমএসএফ আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ জননী জাহানারা ইমামের পরিবারসহ ৪২ জন বিনিয়োগকারীর হাতে তাদের বিনিয়োগের অর্থ ফেরত দেওয়া হয়। সিএমএসএফের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, শহীদ জননী জাহানারা ইমাম ও তাঁর পুত্র শহীদ শাফী ইমাম রুমির শেয়ারবাজারে বিনিয়োগ ছিল।

universel cardiac hospital

বর্তমানে ওভার দ্য কাউন্টার বা ওটিসি বাজারে লেনদেন হওয়া ‘ঢাকা ইঞ্জিনিয়ার্স’ নামের একটি কোম্পানিতে এ বিনিয়োগ ছিল তাদের। ১৯৯৪ সালে জাহানারা ইমাম মারা যাওয়ার পর থেকে সেই বিনিয়োগ অদাবিকৃত অবস্থায় পড়ে ছিল। পরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির উদ্যোগে সিএমএসএফ গঠনের পর অদাবিকৃত সেই অর্থ তহবিলে ফেরত আসে। সেখান থেকে জাহানারা ইমামের পরিবারের পাওনা ১ লাখ ৪২ হাজার টাকা ওই পরিবারের প্রতিনিধি হাবিবুর রহমানের হাতে তুলে দেওয়া হয় গতকাল।

অনুষ্ঠানে শেয়ারবাজারের ১৩টি কোম্পানিতে পড়ে থাকা ৪২ জন বিনিয়োগকারীর অদাবিকৃত ৭০ লাখ ৫১ হাজার ৭০৩ টাকা আজ ফেরত দেওয়া হয়। অনুষ্ঠানে জানানো হয়, সিএমএসএফ গঠনের পর থেকে এখন পর্যন্ত ২৫০ জন বিনিয়োগকারী তাদের অর্থ ফেরত চেয়ে আবেদন করেছেন। এর মধ্যে গতকাল পর্যন্ত ১৮৮ জনের ১ কোটি ৮ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে।

এদিকে দীর্ঘদিন ধরে অদাবিকৃত অবস্থায় পড়ে থাকা বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি সিএমএসএফের পক্ষ থেকে নতুন একটি মিউচুয়াল ফান্ডেরও লেনদেন শুরুর ঘোষণা দেওয়া হয়। ‘আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড’ নামে গঠিত নতুন এই ফান্ডের লেনদেন শুরু হবে আজ বুধবার থেকে। আইসিবি এএমসিএল ও সিএমএসএফ মিলে এ মিউচুয়াল ফান্ডটি বাজারে এনেছে।

শেয়ার করুন