কম্বোডিয়ার বিপক্ষে জয় পেলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

কম্বোডিয়ার বিপক্ষে পেলো বাংলাদেশ

নারীরা সাফ জয় করেছে, আমাদেরও জিততেই হবে-ফিফা প্রীতি ম্যাচে- মাঠে নামার আগে এমন একটি চাপ হয়তো ছিল জামাল ভূঁইয়াদের ওপর। নমপেনে সেই চাপ উৎরে বাংলাদেশ দল ১-০ গোলের ব্যবধানে জয় নিয়েই মাঠ ছেড়েছে স্বাগতিক কম্বোডিয়ার বিপক্ষে। ২৩ মিনিটে গোল করেছেন রাকিব হোসেন। স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে বাংলাদেশের এটি প্রথম জয়।

জানুয়ারিতে জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন ক্যাবরেরা। এ নিয়ে তার অধীনে ৭ ম্যাচ খেললো বাংলাদেশ দল। আগের ৬ ম্যাচের মধ্যে বাংলাদেশ কেবল দুটি ম্যাচ ড্র করেছিল। হেরেছে ৪ ম্যাচ। সপ্তম ম্যাচে এসে জয়ের মুখ দেখলো জামাল ভূঁইয়ারা।

universel cardiac hospital

দুই দেশের আগের চারবারের লড়াইয়ের ফল বলছিল কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশই ফেবারিট। মাঠে ফেবারিটের মতো খেলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে রাকিব-জামালরা।

এ মাসের ফিফা উইন্ডোতে আরেকটি ম্যাচ খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। ২৭ সেপ্টেম্বর ওই ম্যাচটি হবে কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে।

১৯ সেপ্টেম্বর নেপালকে ৩-১ গোলে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। তার ৮ দিন পর পুরুষ দল ওই কাঠমান্ডুতেই মুখোমুখি হবে নেপালের।

শেয়ার করুন