সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের পঞ্চম কর্মদিবস বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় দিনের প্রথম ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ২৮ পয়েন্ট।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৭৮ পয়েন্ট। সূচক বাড়লেও লেনদেনে কিছুটা ধীরগতি দেখা দিয়েছে।
ডিএসইর তথ্য মতে, সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ডিএসইতে ৩৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১৪৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৯টির ও অপরিবর্তিত রয়েছে ১৫৬টির দাম।
এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ৪ দশমিক ৭৬ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৫ পয়েন্ট।
দিনের প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩৯ কোটি ৮১ লাখ ২ হাজার টাকার শেয়ার। এর আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ৫৫৬ কোটি ৩১ লাখ ৮ হাজার টাকার শেয়ার।
একই অবস্থায় লেনদেন হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। প্রথম ঘণ্টায় সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৮ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৩৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৫ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৯১১ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ৫৮ লাখ ১১ হাজার ১৭৬ টাকা।
সিএসইতে আজ ১৩১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৫২টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২০টির, অপরিবর্তিত রয়েছে ৫৯টির দাম।