সিলগালা করা হাসপাতালে রোগী দেখছেন চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক

লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র না থাকায় সাভারের আশুলিয়ায় শ্রীপুর পপুলার হাসপাতালটি ১ সেপ্টেম্বর সিলগালা করে দিয়েছিল সাভার উপজেলা স্বাস্থ্য বিভাগ। তবে এখনো সে হাসপাতালের কার্যক্রম চলছে স্বাভাবিকভাবেই। চিকিৎসকেরা বসছেন, রোগীও দেখছেন।

যদিও হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে কিছু কাগজপত্রের ঘাটতি থাকায় এটি বন্ধ করা হয়েছে। ইতিমধ্যে নিবন্ধন নম্বর পাওয়ার পর উপজেলায় সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে। এরপর চূড়ান্ত লাইসেন্সের জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি প্রতিনিধিদল হাসপাতালটির তালা খুলে পরিদর্শন করেছে। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের পরিদর্শনের স্বার্থে এবং পরিদর্শক দল এসে যাতে পর্যাপ্ত চিকিৎসক, নার্সসহ অন্যান্য সব বিষয় যথাযথ রয়েছে বলে প্রমাণ পায়, এর জন্য হাসপাতালটি খোলা রাখা হয়েছে। তবে কোনো চিকিৎসাসেবা কার্যক্রম চালানো হচ্ছে না।

তবে আজ শুক্রবার দুপুরে হাসপাতালটি ঘুরে দেখা যায়, ২৫ থেকে ৩০ জন রোগী চিকিৎসাসেবা নিতে অপেক্ষা করছেন। অনেকেই চিকিৎসা নিয়ে বের হয়ে যাচ্ছেন। হাসপাতালটিতে চিকিৎসা নিয়ে স্বামীর সঙ্গে বাসায় ফিরছিলেন পোশাকশ্রমিক আঁখি আক্তার (২২)। তিনি বলেন, ‘ডাক্তার দেখাইতে আসছিলাম। দেখানো শেষ, তাই চলে যাচ্ছি। চেকআপ করানোর জন্য ডাক্তারের কাছে আসতে হইছিল।’

এ ব্যাপারে জানতে চাইলে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে না বলে দাবি করেন হাসপাতালের পরিচালক মো. শরিফুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি হাসপাতালটিকে যথাযথ প্রক্রিয়ায় সুন্দরভাবে পরিচালনা করার জন্য। কিছু রোগী চলে আসেন, যারা এখানকার চিকিৎসকদের পূর্বপরিচিত। মানবিক দিক বিবেচনা করে তাদের ফিরিয়ে দেওয়া সম্ভব হয় না। ব্যক্তিগতভাবে চিকিৎসকেরা তাদের পরামর্শ দেন। হাসপাতালের কার্যক্রম সম্পূর্ণভাবেই বন্ধ রাখা হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, ‘সিলগালা করে দেওয়ার পর অনুমোদন প্রাপ্তির জন্য ওই হাসপাতাল কর্তৃপক্ষ আবেদন করেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন অধিদপ্তরের পক্ষ থেকে পরিদর্শন করার স্বার্থে তারা খোলা রেখেছে বলে আমাদের জানিয়েছে। তবে কোনোভাবেই চূড়ান্ত অনুমোদনের আগে চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ নেই। সেখানে চিকিৎসাসেবা দিচ্ছে এমন অভিযোগ আগেও এসেছে। এখন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হবে।’

শেয়ার করুন