সাবিনা ও তার মাকে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা

সাতক্ষীরা প্রতিনিধি

সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও তার মা মমতাজ বেগমকে সাতক্ষীরায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসন এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ ও সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ন কবির সাবিনার পরিবারের পাশে থাকার কথা ব্যক্ত করেন। এ সময় সাবিনাকে জেলা প্রশাসন ও সংসদ সদস্য এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা পুরস্কার দেন।

অনুষ্ঠানের সাবিনা ও তার মাকে ফুল, ক্রেস্ট ও উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে সাবিনার বড় বোন সালমা খাতুন ও সেজ বোন হালিমা উপস্থিত ছিলেন। সাবিনা খাতুন বলেন, ‘আমার সাবিনা হওয়ার জন্য যারা আমাকে সহযোগিতা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। আমি যেন আমৃত্যু তাদের ভুলে না যাই। যেন তাদের সম্মান দিতে পারি। সাতক্ষীরায় জন্ম নিয়ে আমি গর্বিত।’

universel cardiac hospital

এ সময় কোচ আকবার আলীকে স্মরণ করে সাবিনা বলেন, ‘তিনিই আমাকে ঘর থেকে বের করে খেলার মাঠে নিয়ে গেছেন। মেয়েদের ফুটবল অনুশীলনের সময় আমাকে নানা প্রতিবন্ধিতার সম্মুখীন হতে হয়েছে। যেদিন থেকে জাতীয় দলে খেলছি, সেখান থেকেই সাফজয়ী হওয়ার প্রবল আকাঙ্ক্ষা ছিল। প্রত্যাশা ছিল সাফ ফুটবল কাপ দেশকে উপহার দেওয়ার। আমার প্রত্যাশা পূরণ হয়েছে। আমি সবার কাছে দোয়া চাই, যেন দেশকে আরও সম্মানিত করতে পারি।’

আগের চেয়ে এখন মেয়েদের ফুটবল খেলাসহ অন্য খেলার জন্য পরিবেশ অনেকটা ভালো হয়েছে উল্লেখ করে সাবিনা বলেন, ধনী ঘরের মেয়েরা ফুটবল খেলায় আসছে না। যারা আসছে, সবাই নিম্নবিত্ত ঘরের সন্তান। তাদের আর্থিক সচ্ছলতা নেই কারও। অনুশীলনের জন্য পরিবেশ, বিশেষ করে মেয়েদের জন্য জেলায় জেলায় আলাদা মাঠ দরকার।

শেয়ার করুন