দলীয় সব পদ থেকে অব্যাহতি পাওয়ার পর আজ বুধবার নিজ সংসদীয় এলাকায় ফিরেছেন বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ। এ সময় দুই উপজেলায় বিশাল মহড়া করেছেন তিনি। উপজেলা দুটির প্রতিটি ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক এ মহড়ায় যোগ দেন। তার এলাকায় ফেরা নিয়ে বেশ কয়েক দিন আগে থেকেই চলছিল ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি।
পঙ্কজ নাথের অনুসারী নেতাকর্মীদের একটি সূত্র জানায়, আজ বেলা একটার দিকে সংসদ সদস্য পঙ্কজ নাথ স্পিডবোটে বরিশাল থেকে মেহেন্দীগঞ্জে আসেন। এর আগে তিনি সকালে বিমানযোগে ঢাকা থেকে বরিশালে আসেন। তার এলাকায় ফেরাকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকেরা মেহেন্দীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে জড়ো হতে থাকেন। উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের এসব মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়।
বেলা একটার দিকে পঙ্কজ নাথ মেহেন্দীগঞ্জে পৌঁছালে স্থানীয় স্টিমারঘাটে ফুল দিয়ে তাকে বরণ করেন অনুসারীরা। পরে মিছিলসহকারে তিনি উপজেলা পরিষদ মাঠে যান। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটেন। পরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন। পরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন পঙ্কজ নাথ। সেখানে তিনি বলেন, ‘আমি কোনো অন্যায় করিনি। এলাকার উন্নয়নকে আমি সবার আগে অগ্রাধিকার দিয়েছি। কিন্তু আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্র এখনো চলছে। কিন্তু আমি বিশ্বাস করি, সত্যের জয় হবেই।’
পঙ্কজ নাথ তার সমর্থক নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা সাহস হারাবেন না। আমরা অন্যায় করিনি। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধভাবে আমরা সব ষড়যন্ত্রকে মোকাবিলা করব।’ কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছেন এবং করছেন, জনগণ তাদের সব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেবে।’ এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান এবং বলেন, ‘বিএনপি-জামায়াত নতুন করে ষড়যন্ত্রের ফর্মুলা নিয়ে মাঠে নেমেছে। আমাদের সবাইকে এসবের ব্যাপারে সচেতন ও সজাগ থাকতে হবে।’