গণমাধ্যমকে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘দৈনিক নতুন আশা’ পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। তিনি বলেন, রাজনীতি করার কারণে অনেক সংবাদমাধ্যম বিলীন হয়ে গেছে।
প্রেসক্লাবের জন্য ২১ তলা ভবন অনুমোদন দেওয়ার কথা জানান তথ্যমন্ত্রী। বলেন, এরই মধ্যে নকশা অনুমোদন হয়ে গেছে, খুব শিগগির কাজ শুরু হবে।
তথ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার গণমাধ্যমবান্ধব। সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্ট করে সহায়তা দেওয়া হচ্ছে। জাতি ভালো কিছু অর্জন করলে তা গুরুত্ব দিয়ে গণমাধ্যমে প্রকাশের অনুরোধ জানান তিনি। বলেন, ‘সরকারের উন্নয়ন কার্যক্রম ভালোভাবে না এলে জনগণের মধ্য হতাশা তৈরি হয়।’
পত্রিকার প্রতিষ্ঠাতা, প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ রওশন আরা মান্নানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাংসদ গাজী মোহাম্মদ শাহনেওয়াজসহ অন্যরা।