দক্ষিণ কোরিয়া সফরে এসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলে গতকাল বুধবার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। এর এক দিনের মাথায় আজ বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া পৌঁছালেন কমলা হ্যারিস। খবর বিবিসির।
কমলা হ্যারিস দক্ষিণ কোরিয়ায় পৌঁছে প্রেসিডেন্ট ইউন সুক ইওলের সঙ্গে বৈঠক করেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, বৈঠকে এই অঞ্চলে উত্তর কোরিয়ার নানা হুমকি, তাইওয়ান প্রণালিতে ‘শান্তির গুরুত্ব’, অর্থনীতি ও প্রযুক্তিতে সহযোগিতা এবং অন্যান্য আঞ্চলিক বিষয়ে আলোচনা করেন দুই নেতা।
জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে উত্তর কোরিয়া। এমন সময় তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, যখন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া কোরীয় উপদ্বীপের চারপাশের জলসীমায় যৌথ নৌ মহড়া চালাচ্ছে।
দক্ষিণ কোরিয়ায় সফরের সময় আজ কমলা হ্যারিস উত্তর ও দক্ষিণ কোরিয়াকে আলাদা করা সুরক্ষিত ডিমিলিটারাইজড জোন (ডিএমজেড) পরিদর্শন করেন।