চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, রাঙামাটিসহ দেশের বিভিন্ন স্থানে পাঁচ দশমিক ছয় মাত্রার ভূ-কম্পন অনুভূত হয়েছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বিষয়টি নিশ্চিত করেছে।
সংস্থাটি জানিয়েছে, ভূ-কম্পনটির উৎপত্তিস্থল মিয়ানমারের মনিওয়া প্রদেশ থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-পশ্চিমে। এর গভীরতা ছিল ১৪৪ কিলোমিটার।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) মিয়ানমারের স্থানীয় সময় শুক্রবার ভোর চারটা ৫২ মিনিটে এই ভূ-কম্পন অনুভূত হয়।