দৈনিক বাংলার সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান আজ শনিবার মৃত্যুবরণ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। আগামী সোমবার তাঁকে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, আগামীকাল রোববার তোয়াব খানের একমাত্র মেয়ে তানিয়া খান যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌঁছাবেন। পরদিন সোমবার সকাল ১০টায় তোয়াব খানের মরদেহ তেজগাঁওয়ে দৈনিক বাংলা ও নিউজবাংলার কার্যালয়ে নেওয়া হবে, সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।
সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় শ্রদ্ধা নিবেদন করা হবে। বেলা ১টা থেকে ১টা ৩০ পর্যন্ত জাতীয় প্রেসক্লাবে মরদেহ রাখা হবে এবং সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
জাতীয় প্রেসক্লাব থেকে মরদেহ নেওয়া হবে গুলশানে মরহুমের নিজ বাসভবনে। বাদ আসর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে এই সাংবাদিককে বনানী কবরস্থানে সমাহিত করা হবে।
উল্লেখ্য, বার্ধক্যজনিত জটিলতায় অসুস্থ হলে তোয়াব খানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।