বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা টিবি হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আর্মি স্টেডিয়ামে সরকার পরিচালিত বিদেশগামী যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষার সুযোগ শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালে স্থানান্তর করা হবে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৬ অক্টোবর থেকে বিদেশগামী যাত্রীদের করোনার নমুনা পরীক্ষাকেন্দ্র আর্মি স্টেডিয়ামের পরিবর্তে শ্যামলীতে ২৫০ বিশিষ্ট টিবি হাসপাতালে চালু করা হবে। স্বাস্থ্য অধিদপ্তর গত ৬ জুলাই এই স্টেডিয়ামে করোনার নমুনা পরীক্ষার সুবিধা চালু করে।

এর আগে ঢাকার মহাখালীর ঢাকা উত্তর সিটি করপোরেশনের করোনা ডেডিকেটেড হাসপাতালে আরটি-পিসিআর পরীক্ষার জন্য নমুনা জমা দিতে হতো বিদেশগামী যাত্রীদের। সরকারি ব্যবস্থায় যে কোনো বিদেশগামী বাংলাদেশি যাত্রী মাত্র ১০০ টাকায় এই সেবা নিতে পারেন।

এছাড়াও, সরকারি ব্যবস্থার অধীনে আরও ১৬টি জেলায় একই পরিষেবা পাওয়া যায়। ৭০টি বেসরকারি ল্যাব আছে যেখান থেকে ২ হাজার ৫০০ টাকায় একই পরিষেবা সরবরাহের অনুমতি আছে।

শেয়ার করুন