সোমবার সারাদেশের জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক

স্বর্ণালংকার
স্বর্ণালংকার। ফাইল ছবি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে আগামীকাল সোমবার সারাদেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজ রোববার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সহকারী মহাব্যবস্থাপক মো. তানভীর আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহাঅষ্টমী পূজার দিন অর্থাৎ আগামীকাল সোমবার সারাদেশে সব জুয়েলারি দোকান পূর্ণদিবস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজুস। ঘোষণা অনুযায়ী আগামীকাল সব জুয়েলারি দোকান বন্ধ থাকবে।

universel cardiac hospital

অপরদিকে, দুর্গাপূজা শুরুর অল্প কিছুদিন আগে দেশের বাজারে টানা তিন দফায় কমেছে সোনার দাম। সর্বশেষ দেশের বাজারে তেজাবি সোনার দাম কমায় নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। গত মঙ্গলবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮৬ টাকা কমিয়ে ৮১ হাজার ২৯৮ টাকা করা হয়েছে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৯১ টাকা কমিয়ে ৭৭ হাজার ৬২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬৬ হাজার ৪৮৫ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতিতে সোনার দাম ভরিতে ৭০০ টাকা কমিয়ে ৫৫ হাজার ১৭১ টাকা করা হয়। বর্তমানে এ দামেই দেশের বাজারে সোনা বিক্রি করা হচ্ছে।

শেয়ার করুন