প্রতিপক্ষ যখন পাকিস্তান, তখন বাংলাদেশ নারী দলের মধ্যে একটা অন্য রকম আত্মবিশ্বাস কাজ করে। মেয়েদের সবশেষ ওয়ানডে বিশ্বকাপে তারা পাকিস্তানকে হারিয়েছিল। ২০১৮ সালে মেয়েদের এশিয়া কাপেও হারিয়েছিল টি-টোয়েন্টিতে। এ তো গেল বড় আসরে দুই দলের মুখোমুখি লড়াইয়ের কথা।
২০১৮ সাল থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে পাকিস্তানকে পাঁচবার হারিয়েছে বাংলাদেশ, সাতবার জিতেছে পাকিস্তান। কাল দুই দল আরও একবার মুখোমুখি হবে এশিয়া কাপে। বাংলাদেশ নারী দলের অভিজ্ঞ ক্রিকেটার রুমানা আহমেদের পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ের ইতিহাসটা ভালোই জানা।
আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে রুমানা বলছিলেন, ‘সেভাবে পরিকল্পনার কিছু নেই। আমরা পাকিস্তানের সঙ্গে বেশ কিছু ম্যাচ খেলেছি, ওয়ানডে ও টি-টোয়েন্টি দুটিই। আমার মনে হয়, এখন অবধি যেভাবে প্রস্তুত আছি, ওদের সঙ্গে খেলার জন্য যথেষ্ট।’
রুমানা আরও বলেন, ‘শেষ বিশ্বকাপে আমরা ওদের হারিয়েছি। ওদের মাটিতেই টি-টোয়েন্টিতে হারিয়েছি। বেশ কিছু অর্জন আছে ওদের বিপক্ষে। অনেক দিন পাকিস্তানের কাছে হারিনি। এটা আমাদের মেয়েদের অবশ্যই আত্মবিশ্বাসী করবে। সবশেষ এশিয়া কাপেও আমরা ভালো করেছি। এখানেও আমরা খুব সিরিয়াস, সেরা চেষ্টাটাই করব।’
এবারের এশিয়া কাপে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে হারিয়েছে থাইল্যান্ডকে। পাকিস্তানও আজ তাদের এশিয়া কাপের শুরুটা করেছে মালয়েশিয়ার বিপক্ষে জয় দিয়ে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ২ নম্বর মাঠে মালয়েশিয়ার মেয়েদের ২০ ওভারে ৯ উইকেটে ৫৭ রানের বেশি করতে দেয়নি পাকিস্তান। সে রান ১১ ওভার হাতে রেখে ১ উইকেট হারিয়েই তাড়া করে পাকিস্তান।
পাকিস্তান দলের লেগ স্পিনার তুবা হাসান হয়েছেন ম্যাচসেরা। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে তার মুখেও শোনা গেল কালকের ম্যাচের কথা, ‘আমি মনে করি, সবাই ভালো খেলেছে। তবে খেলাটা খুব সহজ ছিল না। এখন আমরা কাল বাংলাদেশের দিকে তাকিয়ে আছি। বাংলাদেশ খুব ভালো দল। আশা করি, ভালো একটি ম্যাচ হবে।’