ইউক্রেন যুদ্ধে পাকিস্তান কারও পক্ষ নিচ্ছে না: বিলাওয়াল

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে তার দেশের অবস্থান পরিষ্কার করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ যুদ্ধে পাকিস্তান কারও পক্ষ নিচ্ছে না। যুদ্ধ-সংঘাত দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছেন বলেও উল্লেখ করেছেন বিলাওয়াল। খবর দ্য নিউজের।

বিলাওয়াল ভুট্টোর সাক্ষাৎকার নেওয়ার সময় আল–জাজিরার সাংবাদিক তার কাছে বারবার ইউক্রেন যুদ্ধে পাকিস্তানের অবস্থান কী, তা জানতে চেয়েছেন। ইউক্রেন যুদ্ধ প্রশ্নে বিলাওয়াল বলেন, সংলাপ ও কূটনীতির মধ্য দিয়ে শান্তির পথ খুঁজে বের করতে হবে। আলোচনার মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে অনুরোধ জানাচ্ছি আমি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে আল–জাজিরার পক্ষ থেকে জানতে চাওয়া হয়, তিনি প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন কিনা। বিলাওয়াল সঙ্গে সঙ্গে বলেন, তিনি প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন বলে মনে করেন না। এ সংঘাতে পাকিস্তান কারও পক্ষ নিচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, এ ইস্যুতে তার অবস্থান তার দেশের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

প্রতিবেশী দেশ আফগানিস্তানের সংঘাত পরিস্থিতির প্রসঙ্গ টেনে আল–জাজিরাকে বিলাওয়াল বলেন, আমরা ওই সংঘাতে ভুক্তভোগী হয়েছি। ৮০ হাজার পাকিস্তানিকে প্রাণ দিতে হয়েছে। আমার মাকেও জীবন দিতে হয়েছে। আমরা গোটা পরিস্থিতি থেকে সরে এসেছি।

শেয়ার করুন