অবশ্যই ইভিএমে নির্বাচন করব: রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক

রওশন এরশাদ
ফাইল ছবি

ব্যাংককে চিকিৎসাধীন সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এক ভিডিও বার্তায় বলেন, সারাবিশ্বে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) নির্বাচন চলছে। তিনিও ইভিএমের মাধ্যমে নির্বাচন করবেন।

রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টি কখনো নির্বাচন বর্জন করেনি। জাতীয় পার্টি নির্বাচনে বিশ্বাস করে এবং অংশ নেয়। আমরা অবশ্যই নির্বাচন করব। ইভিএমে হলেও নির্বাচন করব।। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে রওশন এরশাদের ধারণ করা ভিডিও বার্তাটি প্রচার করা হয়।

universel cardiac hospital

গত মাসে ব্যাংককে ধারণ করা এই ভিডিও বার্তায় রওশন এরশাদ বলেন, আমাদের দেশে ইভিএমে (নির্বাচন) হবে, এটা তো নতুন কথা নয়, যখন আমরা ফাইভ–জি ব্যবহার করছি। তাহলে এতে মানা কোথায়? যারা নির্বাচনে জিতে, তারা বলে নির্বাচন ফেয়ার হয়েছে, যারা হেরে যায় তখন বলে ফেয়ার হয়নি। অবশ্যই ইভিএমের মাধ্যমে নির্বাচন করব।

রওশন এরশাদ ব্যাংকক থেকে এক বিজ্ঞপ্তিতে আগামী ২৬ নভেম্বর জাতীয় পার্টির কেন্দ্রীয় ১০ম সম্মেলন আহ্বান করেন। যা নিয়ে ইতিমধ্যেই দলে বিতর্ক ও বিভক্তি দেখা দিয়েছে। সম্মেলন উপলক্ষে রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ আজ সংবাদ সম্মেলন করেন। ধারণ করা ভিডিওতে রওশন এরশাদ আরও বলেন, তিনি এখন অনেকটা সুস্থ। আগামী মাসে (চলতি অক্টোবর) দেশে ফিরবেন।

শেয়ার করুন