ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন কেন্দ্রীয় নির্দেশনায় আগামী ২ নভেম্বর চূড়ান্ত করা হয়েছে। একই সাথে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ২০ অক্টোবর ও নবীনগর উপজেলা আওয়ামী লীগের ২৯ অক্টোবর চূড়ান্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের সঞ্চালনায় সভায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো.হেলাল উদ্দিন, তাজ মোহাম্মদ ইয়াছিন, হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, মঈনউদ্দিন মঈন, সাংগঠনিক সম্পাদক এড.মাহবুবুল আলম খোকন, প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মহসিন মিয়া, শ্রম সম্পাদক শেখ মো.মহসিন, শিল্প বানিজ্য সম্পাদক শাহ আলম, আইন সম্পাদক এড.তাজুল ইসলাম খান, শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহমেদ, কার্যকরী সদস্য শাহরিয়ার বাদল, কাজী মোর্শেদ কামাল, জাহাঙ্গীর আলম, জায়েদুল হক। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ এমপি, জেলা আওয়ামীলীগের সহসভাপতি পৌর মেয়র মিসেস নায়ার কবীর, যুগ্ম-সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভূঞা, দপ্তর সম্পাদক তানজিন আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ মিজানুর রেজা, ধর্ম সম্পাদক হাফেজ জাকির আহমেদ, উপপ্রচার সম্পাদক স্বপন রায়, উপদপ্তর সম্পাদক মো.মনির হোসেনসহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।।
সভায় সফলভাবে সম্মেলন সম্পন্ন করবার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিকে সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান হিসাবে সর্বসম্মতভাবে মনোনীত করা হয়। সভায় জানানো হয় জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির জীবিত সকল সদস্য সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হিসাবে বিবেচিত হবেন।
এছাড়া সভায় আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী শফিকুল আলমের পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জেলা আওয়ামী লীগের এবং অঙ্গ সহযোগী সংগঠনেরর কোনো নেতাকর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ। বিদ্রোহী প্রার্থীর পক্ষে বা দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ না করবার জন্যও কঠোর হুশিয়ারি উচ্চারণ করা হয়।