গাইবান্ধায় উপ-নির্বাচনে ৪৩ কেন্দ্রের ভোট স্থগিত, নৌকা ছাড়া সব প্রার্থীর ভোট বর্জন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপ-নির্বাচনে একযোগে চার প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা। সংগৃহীত ছবি

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে উপ-নির্বাচনের শুরুতেই অনিয়ম, কারচুপি ও জালিয়াতির অভিযোগ পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে করে ৪৩টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে দেওয়া হয়।

বুধবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশনের সহকারী পরিচালক আরশাদুল হক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নির্বাচনে বিভিন্ন অনিয়মের কারণে ১৪৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৩টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।

এদিকে অনিয়মের অভিযোগ এনে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপ-নির্বাচনে একযোগে চার প্রার্থী ভোট বর্জন করেছেন। তবে ভোটের মাঠে আছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।

ভোটগ্রহণের সাড়ে তিন ঘণ্টা পর বুধবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সাঘাটা উপজেলার বগেরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এক সংবাদ সম্মেলনে একযোগে ভোট বর্জনের ঘোষণা দেন তারা।

চার প্রার্থী হেলেন- জাতীয় পার্টি থেকে এইচ এম গোলাম শহীদ রঞ্জু লাঙ্গল প্রতীক, বিকল্পধারার প্রার্থী জাহাঙ্গীর আলম কুলা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ আপেল প্রতীক ও মাহবুবুর রহমান ট্রাক প্রতীক। তবে এখনো ভোটের মাঠে আছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী কে মাহামুদ হাসান রিপন।

এর আগে সকাল ৮টায় সাঘাটা উপজেলার ৮৮টি ও ফুলছড়ি উপজেলার ৫৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে কয়েকটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।

শেয়ার করুন