বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের ‘পোশাক আমদানি’ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

লকডাউনে পোশাক কারখানা
ফাইল ছবি

গত বছরের তুলনায় চলতি বছরের আগস্ট পর্যন্ত বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের ‘পোশাক আমদানি’ ৫৩ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে।

বুধবার (১২ অক্টোবর) ইউএস অফিসিয়াল সোর্স ‘অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলের (ওটিইএক্সএ) চলতি বছরের জানুয়ারি-আগস্টের পোশাক আমদানির পরিসংখ্যানের বরাতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

universel cardiac hospital

বাংলাদেশের তৈরি পোশাক খাতের তৃতীয় বৃহত্তম পোশাক আমদানিকারক ‍দেশ যুক্তরাষ্ট্র। ২০২২ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সময়ে বাংলাদেশ থেকে ৬ দশমিক ৬৪ বিলিয়ন ডলার মূল্যের পোশাক আমদানি করে যুক্তরাষ্ট্র।

এছাড়া ২০২২ সালের প্রথম ৮ মাসে চীন থেকে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানি ৩৭ দশমিক ১৭ শতাংশ বেড়েছে। যার মূল্য ১৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে ভিয়েতমান থেকে দেশটির পণ্য আমদানি ৩৩ দশমিক ৬২ শতাংশ বেড়েছে। যার মূল্য ১২ দশমিক ৮০ বিলিয়ন ডলার।

মার্কিন যুক্তরাষ্ট্রে শীর্ষ ১০ পোশাক সরবরাহকারীর মধ্যে রয়েছে ভারত, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, দক্ষিণ কোরিয়া এবং পাকিস্তান। এর মধ্যে ভারত থেকে পণ্য আমদানি ৫৯ দশমিক ৯০ শতাংশ, ইন্দোনেশিয়া থেকে ৫৬ দশমিক ৪৮ শতাংশ, কম্বোডিয়া ৫১ দশমিক ৬৪ শতাংশ, দক্ষিণ কোরিয়া থেকে ৪২ দশমিক ৯৬ শতাংশ এবং পাকিস্তান থেকে ৪২ দশমিক ১৬ শতাংশ বেড়েছে।

শেয়ার করুন