রাজধানীতে আজ কখন কোথায় লোডশেডিং

নিজস্ব প্রতিবেদক

লোডশেডিং
প্রতীকী ছবি

দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে ১৯ জুলাই থেকে চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে একই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম। চলবে রাত ১০টা পর্যন্ত।

universel cardiac hospital

রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এলাকায় ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কোথায় কখন লোডশেডিং করবে, সে তালিকা জানিয়ে দিয়েছে।

ডেসকো ও ডিপিডিসির আওতাভুক্ত যেসব এলাকায় আজ লোডশেডিং হবে তা পিডিএফ আকারে দেওয়া হলো:

ডিপিডিসি লিংক: https://dpdc.gov.bd/site/page/7c908a64-e961-41a9-ad5b-0213ad131856  

ডেসকো লিংক: http://desco.portal.gov.bd/sites/default/files/files/desco.portal.gov.bd/page/659bb373_82c2_4282_a4f1_cdafbefe0378/2022-10-13-10-14-31aa2530d51e45ed602a6e6d15bb686b.pdf

শেয়ার করুন