গাজীপুরের শ্রীপুর উপজেলায় অগ্নিকাণ্ডে পাঁচটি বাড়ির ৭৭টি বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার মাওনা উত্তর পাড়া গ্রামে এ আগ্নিকাণ্ড ঘটে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
স্থানীয়রা জানান, মাওনা উত্তরপাড়া গ্রামের মেঘনা সাইকেল কারখানা ঘেঁষা পাঁচটি বাড়ি। বাড়িগুলোর মালিক স্থানীয় নুরুল হক। প্রথম বাড়িটিতে ১৬টি, পরের তিনটি বাড়িতে ১৭টি করে ও সবশেষ বাড়িটিতে ১০টি ঘর রয়েছে। বেশির ভাগই টিনশেড ভবন। বাড়িগুলোর ৭৭টি ঘর তৈরি করে স্থানীয় কারখানা শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবী মানুষের কাছে ভাড়া দেওয়া ছিল। প্রথমে একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই আগুন পাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে।
ভাড়াটিয়া জাহানারা বেগম বলেন, ‘রাত ৮টায় কারখানায় ডিউটি শেষে ঘরে ফিরে রাতে খাবারের ব্যবস্থা করছিলাম। হঠাৎ আগুন দেখতে পেয়ে দৌড়ে বাড়ির বাইরে চলে আসি। পরে আর ঘরে যেতে পারিনি। আমার ঘরে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে।’
ওই বাড়ির ভাড়াটিয়া পারভিন আক্তারও পার্শ্ববর্তী মেঘনা কারখানার শ্রমিক। তিনি বলেন, ‘ঘরের ভেতর বিভিন্ন ফার্নিচার, টেলিভিশন, ফ্রিজ, দৈনন্দিন ব্যবহৃত জিনিসপত্র ও নগদ টাকা ছিল। আগুনে সব পুড়ে গেছে।’
আমিনুল ইসলাম নামের আরেক বাসিন্দা বলেন, ‘আগুন লাগার পরপরই দৌড়ে বাড়ির বাইরে চলে আসি। পরে ঘরের টিনের বেড়া ভেঙে কিছু মালামাল উদ্ধার করতে পেরেছি।’
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. বেলাল বলেন, রাত ৯টা ২০ মিনিটে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়নি।