সুমনের গান শুনতে দীর্ঘ লাইন

বিনোদন প্রতিবেদক

লম্বা লাইনটা ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেট থেকে শুরু হয়ে এঁকেবেঁকে চলে গেছে অনেক দূর। আজ শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে এখানে কবীর সুমনের গান গাওয়ার কথা। টিকিট তো বিক্রি হয়ে গেছে অনেক আগেই। ৩টা ৪৫ মিনিটে গেট খুলে দেওয়া হয়। এর বেশ আগে থেকেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আসতে শুরু করেন সুমনভক্তরা।

কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন ঢাকায় এসেছেন গত বৃহস্পতিবার। ১৫, ১৮ ও ২১ অক্টোবর তিনটি আলাদা অনুষ্ঠানে গান শোনাবেন তিনি। আজ প্রথম দিন সুমন গাইবেন আধুনিক বাংলা গান। দ্বিতীয় অনুষ্ঠানে করবেন আধুনিক বাংলা খেয়াল। ২১ অক্টোবর আধুনিক গানের আরেকটি অনুষ্ঠান করে এবারের ঢাকা সফর শেষ করবেন সুমন।

universel cardiac hospital

এর আগেও কয়েকবার ঢাকায় এসেছেন সুমন। তবে এবারের ঢাকা সফরের বিশেষ উপলক্ষ আছে। তার প্রথম আধুনিক বাংলা গানের অ্যালবাম ‘তোমাকে চাই’–এর ৩০ বছর পূর্তি হয়েছে এ বছর। এ উপলক্ষেই ঢাকায় এসেছেন তিনি, গান শোনাতে। অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘তোমাকে চাই– এর ৩০ বছর উদ্‌যাপন সুমনের গান ও বাংলা খেয়াল’।

শেয়ার করুন