বাইডেনের মন্তব্যকে ‘ভুল ও বিভ্রান্তিকর’ বললেন শাহবাজ, রাষ্ট্রদূতকে তলব

আন্তর্জাতিক ডেস্ক

যুুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যকে ‘ভুল ও বিভ্রান্তিকর’ বলে আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানকে বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানকে বিশ্বের ‘অন্যতম বিপজ্জনক’ দেশ বলে বাইডেন মন্তব্য করায় মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লুমকে তলব করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো।

স্থানীয় সময় আজ রোববার করাচিতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে বিলাওয়াল ভুট্টো বলেন, ‘পাকিস্তানের পারমাণবিক সব সম্পদ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত প্রতিটি আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করেছে। আমি প্রেসিডেন্ট বাইডেনের মন্তব্যে বিস্মিত হয়েছি। আমি বিশ্বাস করি, যখন পারস্পরিক আলোচনার ঘাটতি থাকে, ঠিক তখনই এ ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হয়।’

বিলাওয়াল ভুট্টো আরও বলেন, ‘যদি পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে সেই প্রশ্ন আমাদের প্রতিবেশী ভারতের দিকেও ছোড়া উচিত। যারা অতি সম্প্রতি দুর্ঘটনাক্রমে পাকিস্তানের ভূখণ্ডে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।’

গত বৃহস্পতিবার পাকিস্তানকে বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ বলে অভিহিত করেন জো বাইডেন। তিনি বলেন, ‘পাকিস্তান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি। কোনো নিয়ন্ত্রণ ছাড়াই দেশটি পারমাণবিক অস্ত্র রেখেছে।’

শেয়ার করুন