৪৪ দিনের অবকাশ ও ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে আজ

নিজস্ব প্রতিবেদক

হাইকোর্ট
ফাইল ছবি

২৮ দিনের অবকাশ এবং সাপ্তাহিক ও অন্যান্য সরকারি ছুটিসহ ৪৪ দিনের ছুটি শেষে আজ (১৬ অক্টোবর) খুলছে সুপ্রিম কোর্ট। এদিন থেকে নিয়মিত বিচারিক কার্যক্রম চলবে আপিল ও হাইকোর্ট বিভাগে।

গত ২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি শুরু হয়।

universel cardiac hospital

খোলার দিন থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে গঠিত ৫৫ বেঞ্চে শুনানির জন্য মামলার কার্যতালিকা প্রকাশ করা হয়েছে।

আপিল বিভাগে আজকের কার্যতালিকায় শুনানির জন্য রয়েছে এক হাজার ৬৫৮টি মামলা রয়েছে।

এদিকে আজ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিরা আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। মূল ভবনের ভেতরের লনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

শেয়ার করুন